UsharAlo logo
রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা রিপোর্টার্স ইউনিটির আহবায়ক গৌরাঙ্গ নন্দী আহবায়ক, পপলু সদস্য সচিব

koushikkln
ডিসেম্বর ৮, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) সাধারণ সভা বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক নবাব। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামান।

সভায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে সর্বসম্মতিক্রমে দৈনিক কালেরকণ্ঠ’র ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দীকে আহবায়ক ও মাছরাঙ্গা টেলিভিশন এর স্পেশাল করেসপন্ডেন্ট আবু হেনা মোস্তফা জামাল পপলুকে সদস্য সচিব করে সাত সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন এবং সিনিয়র সাংবাদিক ইউএনবি’র খুলনা ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম ও এনটিভি’র খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সিকে উপদেষ্টা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিদায়ী সভাপতি ও ইত্তেফাক’র ব্যুরো প্রধান এনামুল হক, বিদায়ী সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর ব্যুরো প্রধান মুহাম্মদ নূরুজ্জামান, এসএ টিভি’র ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, ডিবিসি চ্যানেলের ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, দেশ রূপান্তর’র খুলনা ব্যুরো প্রধান সুমন্ত চক্রবর্তী।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের বিদায়ী সহ-সভাপতি ও দৈনিক প্রবর্তনের নির্বাহী সম্পাদক কেএম জিয়াউস সাদাত, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এইচ এম আলাউদ্দিন, প্রথম আলো’র স্টাফ রিপোর্টার উত্তম মন্ডল, বৈশাখী টেলিভিশন’র ব্যুরো প্রধান শেখ হেদায়েতুল্লাহ, ইনডিপেন্ডেট টেলিভিশন’র স্টাফ রিপোর্টার অভিজিৎ পাল, দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ বশির হোসেন, সাংবাদিক মো. খায়রুল আলম, দৈনিক লোক সমাজের ব্যুরো প্রধান মো. জামাল হোসেন, দৈনিক বাংলার ব্যুরো প্রধান আওয়াল শেখ, দৈনিক জন্মভূমির ফটো সাংবাদিক কাজী ফজলে রাব্বী শান্ত ও দৈনিক খুলনাঞ্চলের ফটো সাংবাদিক মো. সোহেল প্রমুখ।

সভায় সাংবাদিকদের সকল ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলার শিকার সাংবাদিকদের পাশে থাকা এব্ং নীতি-নৈতিকতার সঙ্গে সংগঠন পরিচালনাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে গঠণতন্ত্র প্রণয়ন, সদস্য সংখ্যা বৃদ্ধি, মিট দ্যা প্রেস আয়োজনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।