বাগেরহাট প্রতিনিধি : খুলনা র্যাব-৬ এর আকস্মিক অভিযানে অপদ্রব্য(জেলি) পুশ করা ৩ হাজার কেজি চিংড়ী জব্দ করা হয়েছে।
এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মৎস্য আড়ৎদার কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গোঁপন খবরের ভিত্তিতে খুলনা র্যাব-৬ সদর কোম্পানির বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত খুলনার ডুমুরিয়া এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডুমুরিয়ার মেসার্স সোনার বাংলা মৎস্য আড়ত থেকে ৩ হাজার কেজি জেলি পুশ করা চিংড়ী জব্দ করে।
অবৈধভাবে চিংড়ী মাছে অপদ্রব্য (জেলী) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রন আইন (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) ২০২০ এর ৩৩ ধারা মোতাবেক মেসার্স সোনার বাংলা মৎস্য আড়ৎ এর মালিক গাজী ইসহাক (৬৮) কে ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উক্ত মৎস্য আড়ৎ হতে জব্দ করা অপদ্রব্য পুশকৃত ৩ হাজার কেজি চিংড়ি মাছ ধবংস করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মৎস্য সম্প্রসারন কর্মকর্তা উপস্থিত ছিলেন উপস্থিতিতে ধ্বংস করা হয়।
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বৃহস্পতিবার সকালে দেয়া এক মেইল বার্তায় এ সংবাদ জানানো হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ঠ ব্যক্তি তাৎক্ষনিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়। অপরদিকে র্যাব-৬এর একটি দল এর আগে খুলনার রুপসায় চিংড়ীতে জেলি পুশকরাকালে নুর ইসলাম নামের একজন অসাধু ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫ কেজি জেলিসহ জব্দকৃত চিংড়ী জনসম্মুখে ধবংস করা হয় বলেও র্যাবের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
(ঊষার আলো-এফএসপি)