UsharAlo logo
বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা সফররত জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাথে কেসিসি সভা

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার বলেছেন, জার্মান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মহানগরী এলাকায় যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে সেগুলি বাস্তবায়িত হলে উন্নয়নের দিক থেকে খুলনা শহর অনেক দূর এগিয়ে যাবে। কাঙ্খিত নাগরিক সেবা নিশ্চিত করতে গৃহীত প্রকল্পসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

কেসিসি প্রশাসক আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। প্রকল্প বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে পর্যালোচনার জন্য গত রবিবার থেকে প্রতিনিধি দলটি খুলনা সফর করছে এবং প্রকল্প বাস্তবায়নের স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেছেন।

কেসিসি প্রশাসক নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হবে।

উল্লেখ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে গৃহীত প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ, আলুতলা ও লবনচরায় স্লইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই,  নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভারভিউ পার্ক ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, কেএফডব্লিউ’র টীম লিডার ড. অসিত মোহান্তি, প্রতিনিধি লুকাস মার্স, পিটার রুনি ও তৌহিদুর রহমান, কাইমেট চেঞ্জ এ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি)-এর ডেপুটি টীম লিডার মো: আব্দুল মান্নান, প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী মো: আজিজুর রহমান, জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন, এএমসি’র টীম লিডার এস ইকবাল ও ডেপুটি টীম লিডার এওয়াইএম হাসিবুল ইসলাম, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো: আমিরুল আরাফাত, কেসিসি’র আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ঊআ-বিএস