UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনা সিটি মেয়র অসুস্থ

pial
মে ৭, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৭ এপ্রিল) দুপুরে খুলনা শেখ আবু নাসের হাসপাতালের ২১৩ নম্বর কক্ষে তাকে চিকিৎসা দেওয়া হয়। এর পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

জানা যায়, শনিবার সকাল থেকে মেয়রের শরীরে জ্বর ছিল। পরে বেলা সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে যান। আর পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।

সিটি মেয়রের এপিএস-২ শাহ মো. আলসানী জানান, মেয়র সকালে রুটিন চেকআপ করতে হাসপাতালে গিয়েছিলেন, তার শরীরে জ্বর রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর ছাড়া সবকিছু স্বাভাবিক অবস্থায় আছে।

(ঊষার আলো-এফএসপি)