UsharAlo logo
বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের নব নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক

ঊষার আলো
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাধীনতা সাংবাদিক ফোরামকে স্বাধীনতার পক্ষে কাজ করতে হবে এবং প্রকৃত সত্যকে তুলে ধরতে হবে।

মেয়র শনিবার (২৮ জানুয়ারি)) দুপুরে নগরীর হোটেল ওয়েস্টার্ন ইন-এ স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনার নব নির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মেয়র বলেন, স্বাধীনতার প্রশ্নে কোন রাজাকারের সাথে আপোষ করা যাবে না। সত্যকে সঠিকভাবে উপস্থাপন করতে হবে। আওয়ামী লীগ দেশের জন্য যে উন্নয়ন করেছে তা তুলে ধরলেই প্রকৃত সত্য উপস্থাপন করা হবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের আরো শক্তি সঞ্চয় করতে হবে এবং একসাথে কাজ করতে হবে।

খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি বেগম ফেরদৌসী আলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা রুনু ইকবাল বিথার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, সরদার মাহবুবার রহমান, সিনিয়র সাংবাদিক মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, মল্লিক সুধাংশু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা স্বাধীনতা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন।