UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প চান আন্দালিব পার্থ

usharalodesk
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  কোটা সংস্কার ও পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গত জুলাই-আগস্টে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এর বাইরে আহত হয়েছেন আরও ১৯ হাজার ২০০ জনের বেশি মানুষ। তাদের পাশে দাঁড়াতে এবার অন্তর্বর্তীকালীন সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

গণভবনে শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্পের দাবি জানিয়েছেন তিনি। সেই সঙ্গে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার থেকে মূল্যায়ন করতে সরকারকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পার্থ। যেই লক্ষ্যে আহতদের সুচিকিৎসার পাশাপাশি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন পার্থ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পার্থ লিখেছেন, ‘গণভবন যেহেতু ১৫ একর এর বিশাল জায়গা নিয়ে বিস্তৃত; সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়; তাহলে আমার ধারণা উনাদের উপকার হত।’

পার্থ আরও লিখেছেন, ‘ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশী ভালো…।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। তার আগে দেশের মাটিতে ঘটে গেছে ভয়াবহ নৃশংসতা। যেই নৃশংসতায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩১ জন ছাত্র-জনতা। যাদের স্মৃতি রক্ষার্থে গণভবনকে জাদুঘর তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

ঊষার আলো-এসএ