ঊষার আলো ডেস্ক: খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচালে পুলিশের চালোনো গণগ্রেফতার অভিযানে আটক ৩৭ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। রবিবার রাতে খুলনা জেলা কারাগার ফটকে কারামুক্তদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা।
নগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু জানান, আটককৃতদের মধ্যে খুলনা ছাড়াও অন্যান্য জেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। গণসমাবেশে অংশ নিতে এসে তারা পুলিশী হয়রানি ও মামলার শিকার হন। আজ সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়ল সহ ৩৭ জন মুক্ত হয়েছেন। সোমবারও অনেক নেতাকর্মী জামিনে মুক্ত হবেন।
কারা ফটকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য রফিকুল ইসলাম বাবু, নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঊআ-বিএস