UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গবেষণার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি করতে হবে : খুবি উপাচার্য

ঊষার আলো ডেস্ক
মে ১৮, ২০২৫ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

রিসার্চ এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এডভাইজারি কমিটি (আরএসি) এর ২১তম সভা আজ ১৮ মে (রবিবার) বেলা ১১.৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের ৩য় পর্যায়ের গবেষণা প্রকল্প প্রস্তাবনার অনুকূলে গবেষণা বরাদ্দ, কোলাবরেটিভ রিসার্চ গ্রান্ট প্রোগ্রাম (সিআরজিপি)-এর আওতায় গৃহীত গবেষণা প্রস্তাবনাসমূহের মূল্যায়ন পদ্ধতি নিরূপণ এবং ২০২৪-২৫ অর্থবছরের ২য় পর্যায়ের গবেষণা প্রকল্পের মেয়াদ পরিবর্তনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণায় আগ্রহী। জ্যেষ্ঠদের পাশাপাশি তরুণ শিক্ষকরাও উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাকর্মে সম্পৃক্ত হচ্ছেন, যা ইতিবাচক দিক। তবে এ আগ্রহকে আরও উৎসাহিত করতে হবে। বিশেষ করে কোলাবরেটিভ ও মাল্টিডিসিপ্লিনারি গবেষণায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো জরুরি। গবেষণার প্রতি তাদের আগ্রহ বাড়াতে প্রয়োজন প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা।
সভায় আরও বক্তৃতা করেন আরএসি’র সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব এবং গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর শেখ শারাফাত হোসেন, স্থাপত্য ডিসিপ্লিনের প্রফেসর ড. খো. মাহফুজ উদ-দারাইন ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

ঊআ-বিএস