UsharAlo logo
শনিবার, ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাংচিল কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক লিয়াকত হোসেন

koushikkln
জুলাই ১৬, ২০২২ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: আন্তর্জাতিক সাহিত্য সংগঠন গাংচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক নির্বাচিত হয়েছেন তেরখাদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন তেরখাদা শাখার সভাপতি মোঃ লিয়াকত হোসেন।

জানা যায় সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভায় তাকে এ পদে মনোনীত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংচিলের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আখতার হোসেন। এদিকে তেরখাদা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন তেরখাদা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত হোসেন গাংচিল সাহিত্য ও সাংস্কৃতি পরিষদের সমন্বয়াক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেরখাদা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।