UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছ বিয়ে করলেন ৭০ ব্রিটিশ নারী!

usharalodesk
সেপ্টেম্বর ১৮, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আধুনিক বিশ্বের অবকাঠামোগত উন্নয়নের আড়ালে বনাঞ্চল উজাড়ের বিষয়টি আজ খুবই উদ্বেগের। আর অনেকেই এর বিভিন্নভাবে প্রতিবাদ করছে।

তবে এবার গাছ কেটে বসতি নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে ৭০ জন ব্রিটিশ নারী এক অভিনব প্রতিবাদ জানালেন। তারা বৃক্ষ নিধন ঠেকাতে ব্রিস্টলের ঐতিহ্যবাহী কিছু গাছকে বিয়ে করেছেন।

ব্রিস্টল কাউন্সিল কর্তৃপক্ষ গাছ কেটে ফেলবে শুনে তাদের এমন প্রতিবাদ। জানা যায়, ১৬টি অ্যাপার্টমেন্ট নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিস্টলের কাউন্সিল কর্তৃপক্ষ। আর তাদের এই পরিকল্পনা বাস্তবায়নে বেশকিছু গাছ কাটতে হবে। তাই এর প্রতিবাদেই প্রতীকী বিয়ের আয়োজন করেন স্থানীয় পরিবেশকর্মীরা।

ওই ৭০ জন নারী ঐতিহ্যবাহী বিয়ের পোশাকে কনে সেজে ৭০টি গাছকে বিয়ে করেন। তারা জানান, এখানকার কাউন্সিল ফ্ল্যাট বানাতে প্রায় ৭০ টার বেশি গাছ কেটে ফেলার সিন্ধান্ত নিয়েছে। তাই পরিবেশ রক্ষায় আমাদের সহযোদ্ধারা এর বিপক্ষে অবস্থান জানাতে এই প্রতীকী বিয়ের আয়োজন করেছেন।

(ঊষার আলো-এফএসপি)