UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ফের ইসরাইলি বিমান হামলা

usharalodesk
সেপ্টেম্বর ৭, ২০২১ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গতকাল সোমবার রাতে ইসরাইল ফের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে।

অধিকৃত গাজার খান ইউনুস শহরের কয়েকটি এলাকার ওপর ওই বিমান হামলা চালানো হয়েছে।

এসব হামলায় পুরো গাজা উপত্যকা কেঁপে ওঠে। আর ইসরাইলি হামলা রুখতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা আগ্রাসী বিমান লক্ষ্য করে পাল্টা গুলি চালায়।

ইসরাইল গতকাল রাতে প্রথমে খান ইউনুস শহরের আল-ক্বাদিসিয়াহ এলাকার ওপর কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তারপর ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় আরও বিমান হামলা চালানো হয়।

ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, বিমান হামলা এতটাই ভয়াবহ ছিল যে, বিস্ফোরণ থেকে কান ফেটে যাওয়ার মতো শব্দ হয়। এমন অবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অনেকটা নিচু দিয়ে উড়ে যাওয়া ইসরাইলি বিমান লক্ষ্য করে গুলি চালাতে থাকে।

ইসরাইলের সামরিক বাহিনীর দাবি যে, ফিলিস্তিন থেকে আগুনে বেলুন দিয়ে চালানো হামলার জবাবে তারা এই বিমান হামলা চালিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)