খানজাহান আলী থানা এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। মঙ্গলবার ভোরে গিলাতলা শ্রামগজ্ঞ মহসেন শ্রমিক কলোনিতে এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম সুজন (১৬)।
সে ওই এলাকার বন্ধকৃত মহসেন জুট মিলের শ্রমিক রাজার পুত্র । পারিবারিক সূত্রে জানা যায়, সবার অগোচরে মহসেন শ্রমিক কলোনির সামনে ইলিয়াস জোমাদ্দারের দোকানের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। এসময় স্থানিয়রা তাকে নামিয়ে দেখে তার মৃত্যু হয়েছে ।
পরে পুলিশ ঘটনাস্থালে উপস্থিত হয়ে খুমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে ময়নাতদন্ত সম্পন্ন হয়। বিকালে গিলাতলা গাফফারফুড মোড়ে জানাযা শেষে গিলাতলা দক্ষিনপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি ।