UsharAlo logo
বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গিলাতলায় ৩ দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আখেরি মোনাজাতে শেষ

usharalo
মার্চ ৯, ২০২১ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া তৌহিদি জনতার উদ্যোগে মুজাদ্দেদে জামান খতিবে আজম ফুরফুরা শরীফের পীর আল্লামা রুহল আমীন (রহঃ) এর স্মৃতি স্মরণে গিলাতলা গাফ্ফার ফুড মোড়ে ৩ দিন ব্যাপি ৪৭ তম বার্ষিক তাফসিরুল কুরআন ও ছিদ্দিকীয়া আমিনিয়া ঈছালে সওয়াব মাহফিল বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে ।
২য় দিন ৯ মার্চ মঙ্গলবার প্রধান অতিথি ছিলেন ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম । প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন মাওঃ আব্দুল কাইয়ুম মিয়াজী। বিশেষ বক্তা বিশিষ্ট মুফাচ্ছিরে কোরআন আলহাজ্ব মাওঃ আবুল বাশার জিহাদী ও মাওলানা মুফতি শেখ আঃ রশিদ – সিনিয়র মোহাদ্দিস গাংনী মাদ্রাসা। আজ ১০ মার্চ বুধবার আখেরি মোনাজাত ও সমাপনী দিন প্রধান অতিথি থাকবেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। প্রধান আকর্ষণ মরহুম রুহল আমিন (রঃ) এর সুযোগ্য পৌত্র আলহাজ্ব মাওঃ শরফুল আমিন। প্রধান বক্তা মুফতি শাহিদুর রহমান । বিশেষ বক্তা মাওঃ শেখ আঃ সালাম জাহেদী ও মাওলানা জিল্লুর রহমান কাশেমী । নওয়াপাড়া পীর সাহেব আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক।