UsharAlo logo
রবিবার, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

গুমের শিকার সকল নাগরিকের মুক্তির দাবি

ঊষার আলো
ডিসেম্বর ১১, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে খানজাহান আলী থানার শিরোমণি অবস্থিত খানজাহান আলী মহাবিদ্যালয়ের ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন থেকে কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ আওয়ামীলীগ সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। একই সাথে আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতা-কর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানিয়েছেন তারা।

কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল্লা তাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ছাত্রদল নেতা মোঃ রফিকুল ইসলাম, সাগর মোল্লা, নাসিম আহমেদ, ফারহান সাব্বির, খালিদ গাজী, ইমন, আবির, আলিফ, নাফিস, রাতুল প্রমূখ।

ঊষার আলো-এসএ