পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মুজিববর্ষের গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
তিনি শুক্রবার (১১ মার্চ)সকালে উপজেলার চাঁদখালীর গড়ের আবাদ এলাকার গৃহনির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত এলাকাবাসিকে প্রতিটি ঘরের অনূকুলে সরকারি বরাদ্ধ, কি ধরণের এবং কি পরিমান উপকরণ ব্যবহার করা হবে তা বিস্তারিত ধারণা দেন এবং সঠিক তদারকির মাধ্যমে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক গৃহনির্মাণ কাজে সহযোগিতা করার জন্য এলাকাবাসির প্রতি আহবান জানান। একই সাথে মুজিববর্ষের গৃহনির্মান কাজ কেউ বাধা গ্রস্ত কিংবা ক্ষতিকরার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি অপারেশন দেবাশীষ দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, এসআই তনয়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও কানুনগো মোজাম্মেল হোসেন। উল্লেখ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় অত্র উপজেলায় দ্বিতীয় দফায় ৩শ গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে।