UsharAlo logo
বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে বটিয়াঘাটায় ৬ হাজার ফলজ চারা বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

গ্রামীণ ব্যাংক এর উদ্যোগে সারা বাংলাদেশে ৫০ কোটি বনজ ও ফলজ বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহন করা হয়েছে। তারই অংশ হিসাবে খুলনা জেলায় ১ লক্ষ ১৪ হাজার এবং বটিয়াঘাটা উপজেলায় ৬ হাজার ফলজ চারা বিতরণ করা হয়।

গতকাল বৃহঃবার বেলা ১২টায় গ্রামীণ ব্যাংকের বটিয়াঘাটা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজার তাজুল ইসলামের সঞ্চলানায় উপজেলার ৩ হাজার গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে ৬ হাজার ফলজ চারা বিতরণ করেন।

এসময় প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসার মোঃ বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ হুইপ শ্রী পঞ্চানন বিশ^াস, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা এবিএম আজাহারুল ইসলাম, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামন, সাংবাদিক ইমরান হোসেন, তরিকুল ইসলাম, গ্রামীণ ব্যাংকের সদস্য শেফালী মন্ডল, শ্যামলী রানী, ইতি রানী, রাশেদা বেগম, তপতী রানী প্রমুখ।