UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইয়াশে মেঘনায় ট্রলার ডুবি

usharalodesk
মে ২৫, ২০২১ ১১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতুলী এলাকায় মেঘনা নদীতে ঘূর্ণিঝড় ইয়াশের কবলে পরে, মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার ঢেউয়ের আঘাতে তলা ফেটে মাঝ নদীতে ৭ জেলেকে নিয়ে তলিয়ে যায়। এ সময় ওই ট্রলারে থাকা জেলেদের কে, আশেপাশে থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ মে) বিকেলে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান খান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে জেলেদের সাথে কথা বলেন। উদ্ধার হওয়া জেলেরা জানায়, আমরা দৌলতখান থেকে মাছ শিকারের জন্য ধনিয়া তুলাতুলীর মেঘনায় আসি। ঘূর্ণিঝড় ইয়াশের সতর্কতা সংকেত পেয়ে বিকালে দৌলতখানের উদ্দেশ্যে রওনা দেই।
মেঘনার মাঝ নদীতে তাদের ট্রলারে ঘূর্ণিঝড় ইয়াশের ঢেউয়ের আগাতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। অতিরিক্ত জোয়ারের কারণে ট্রলারের তলা ফেটে ট্রলারটি ডুবে যায়। ট্রলারে থাকা জেলেরা আশপাশের অন্যান্য ট্রলারের সহযোগিতায় উদ্ধার হয়। উদ্ধার হয় ট্রলারে থাকা জাল ও অন্যান্য মালামাল।এতে কোনো জেলেই হতাহত হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ইয়াশের আগাতে ও অতিরিক্ত জোয়ারের কবলে পড়ে দৌলতখানের মায়ের দোয়া-৩ নামের একটি মাছ ধরার ট্রলার তলা ফেটে তলিয়ে যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসে জেলেদের সাথে কথা বলেছি এবং তাঁদের নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যাবস্হা করেছি।

(ঊষার আলো-এমএনএস)