UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম থেকে খুলনায় চাঞ্চল্যকর রং মিস্ত্রি সোহেল হত্যাকান্ডে অন্যতম আসামী ডিবির হাতে আটক

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৮, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় রং মিস্ত্রি সোহেল হত্যাকান্ডেঅন্যতম আসামী শেখ ফাকাব্বির সীন(২২) নামে এক যুবক আটক হয়েছেন। সে রং মিস্ত্রি সোহেল হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামী ছিলেন। ১৭ জানুয়ারি (শুক্রবার) চট্টগ্রাম এর খুলশী এলাকা হতে থেকে খুলনার ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করেন। কেএমপির ডিবি পুলিশ জানায়, খুলনা মহানগর ডিবি পুলিশের ওসি মো: তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে শেখ ফাকাব্বির সীন নামে এক যুবককে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃত ফাকাব্বির সীন নগরীর টুটপাড়া কবরখানা এলাকায় বাসিন্দা শেখ তোফাজ্জেল হোসেনের পুত্র। গত ১৮ ডিসেম্বর খুলনায় রং মিস্ত্রি সোহেল হত্যাকা-ে মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি ছিলেন সে। কেএমপি’র ডিবির ওসি মো: তৈমুর ইসলাম জানান, গ্রেফতারকৃত শেখ ফাকাব্বির সীন নগরীতে রং মিস্ত্রি সোহেল হত্যাকান্ডের সাথে জড়িত। সে এই হত্যার মামলায় এজাহারভুক্ত দুই নম্বর আসামি। তাকে চট্টগ্রাম এর খুলশী এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে দুধর্ষ ও সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ১৮ ডিসেম্বর রাতে রং মিস্ত্রী সোহেল খুলনা মহানগরী হাজী মুহসিন রোডের মেসার্স এম হোসেন এন্টারপ্রাইজস ফ্লেক্সিলোডের দোকানের সামনে দাড়িয়ে ছিল। হত্যা মিশনে আসা দুর্বৃত্তদের সাথে সোহেলের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে সোহেলকে হত্যার উদ্দেশ্যে ওই দুর্বৃত্তরা গুলি করতে থাকে। একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। সন্ত্রাসীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় নিহতের বড়বোন ময়না বাদী হয়ে ১২ জন আসামির নাম উল্লেখ করে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং ২৫। গ্রেফতারকৃত ফাকাব্বির সীন এ হত্যা মামলার দুই নম্বর আসামি। এর আগে ২৫ ডিসেম্বর র‌্যাবের হাতে এ হত্যা মামলার প্রধান আসামি কাজী মোস্তফা কামাল হিরা গ্রেফতার হয়। তাকে পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের অজিয়ারের চায়ের দোকানের সামনে থেকে গ্রেফতার করেছিল র‌্যাব-৬।

ঊষার আলো-এসএ