UsharAlo logo
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরমোনাইর মাহফিল ১০ ডিসেম্বর থেকে শুরু

koushikkln
ডিসেম্বর ৬, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা গুঁড়িগুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাতের কারনে ঐতিহ্যবাহী চরমোনাইর ৩দিনব্যাপী বার্ষিক মাহফিলের তারিখে পরিবর্তন করা হয়েছে। সেই অনুযায়ী আগামী (১০ ডিসেম্বর) শুক্রবার চরমোনাই মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন বাদ জুম্মা চরমোনই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে।
সোমবার (৬ ডিসেম্বর) বাদ জোহর চরমোনাইতে আমীরুল মুজাহিদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভা শেষে সকলের অবগতির জন্য উপরোক্ত সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, নায়েবে আমীরুল মুজাহিদিন ও চরমোনাই আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারী জেনারেল খন্দকার গোলাম মাওলা, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম, চরমোনাই মাহফিল কমিটির নির্বাহী পরিচালক মাওঃ সৈয়দ এছাহাক মোহাম্মদ আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল গণ।
উল্লেখ্য: আগামী ৮,৯ ও ১০ ই ডিসেম্বর চরমোনাই বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।