ঊষার আলো রিপোর্ট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১২ জন শহিদ পরিবারের প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। এ উপলক্ষে চাঁদপুরে ১২ জন শহিদের পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার দুপুরে চাঁদপুর শহরের রসুইঘর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।
চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুর ইসলাম বুলবুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামীর কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া, চাঁদপুর জেলা আমির (নির্বাচিত) মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
আরও বক্তব্য রাখেন- জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, অধ্যাপক আবুল হোসাইন, শহর আমির অ্যাডভোকেট শাহজাহান খান, সদর আমির নাছির উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের শহর সভাপতি ওমর ফারুক, জেলা সভাপতি মোহারম আলী।
অনুষ্ঠানে ১২ জন শহিদ পরিবারের প্রত্যেকের হাতে নগদ দুই লাখ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
ঊষার আলো-এসএ