UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী ইমদাদুল

koushikkln
অক্টোবর ১৬, ২০২২ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী ইমদাদুল হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

১৬ অক্টোবর ২০২২ রবিবার ভোর সারে ৫ টার সময় ঢাকার উত্তরার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী ইমদাদুল হক দীর্ঘদিন খুলনা খালিশপুর হাউজিং এলাকার কোহিনুর মোড়ের টি-৫৮ নম্বর নিজ বাড়িতে বসবাস করতেন। পরে তিনি ২০০২ সালে সপরিবারে ঢাকায় চলে আসেন। তিনি মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী ইমদাদুল হক দীর্ঘদিন আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ সেক্টর নয় নম্বর সেক্টরে। বীর মুক্তিযোদ্ধা ডাক্তার কাজী ইমদাদুল হক গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রসন্নপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে নাতি-পোতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

১৫ অক্টোবর রবিবার বাদ জোহর উত্তরা ৪ নম্বর সেক্টরের মোল্লা টেক দক্ষিণ খান ঈরশাল কলোনি জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা কাজী ইমদাদুল হককে উত্তরা চার নম্বর সেক্টরের সরকারি কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সেই সাথে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রাক্তন এই কর্মকর্তাকে শেষ বিদায় জানাতে ফায়ারিং গার্ড অফ অনার প্রদান করেন।