UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চীন থেকে আমদানিকৃত কাঁচামাল ঢুকলো মোংলা ইপিজেডে

koushikkln
জুন ১৭, ২০২১ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা :অবশেষে চীন থেকে আমদানি করা ৮৬ কন্টেইনার লাগেজ উৎপাদনের কাঁচামাল  মোংলা ইপিজেড এর আমদানী কারক প্রতিষ্ঠানের গোডাউনে সংরক্ষন করা হয়েছে। ভারতীয় মালিকানা  ভি আই পি নামক লাগেজ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেশ কিছু দিন আগে চীন থেকে মোংলা বন্দরের মাধ্যমে আমদানী করে ওই সব পন্য। কিন্তু করোনা মহামারীর কারনে এই কাঁচামাল তারা সংরক্ষনের জায়গা সংকটের কারনে গোডাউনজাত করতে পারেনি আমদানী কারক প্রতিষ্ঠান। তাই দীর্ঘদিন পড়ে থাকে মোংলা বন্দর জেঠিতে। গত ১০ জুন থেকে ১৬ জুন (বুধবার)  পর্যন্ত এসব পণ্য মোংলা ইপিজেডের ভারতীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভিআইপিতে ঢুকে।
বুধবার (১৬ জুন) এই তথ্য জানান মোংলা ইপিজেডের মহা ব্যবস্থাপক মোঃ মাহাবুব আহমেদ সিদ্দিক। তিনি বলেন, ভিআইপির কারখানায় চীন থেকে আমদানি হওয়া কাঁচামালের পণ্যের কোন ঝুঁকি নেই।
এদিকে করোনা মহামারীর কারনে মোংলা ইপিজেড এ ভিআইপির কারখানায় উৎপাদিত পন্য ভারতের বাজারে রপ্তানী করা যাচ্ছেনা। আর তাই উৎপাদিত পন্য আর কাচামাল রাখার জন্য স্থান সংকটে পড়ে প্রতিষ্ঠানটি। এ তথ্য নিশ্চিত করেন ভিআইপির মানব সম্পদ বিভাগের প্রধান কর্মকর্তা মোঃ মিজানুর রহমান খান বলেন, ইপিজেডের ভারতীয় প্রতিষ্ঠান ভিআইপি কারখানার পণ্য রপ্তানির অপেক্ষায় বেনাপোল বর্ডারে আটকে আছে। এছাড়া উৎপাদিত পন্য রাখার স্থান সংকটে পড়ায় তারা বাধ্য কারখানাটি ১৫ দিনের জন্য লে অফ ঘোষনা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে ভারতে ঢুকবে।আর তখনি তারা কারখানার উৎপাদন শুরু করতে পারবেন। সে সময় লে অফ প্রত্যাহার করে শ্রমিকদের কাজে লাগাবেন। মোংলা ইপিজেড এর ভি আই পি নামক বৃহৎ ওই কারখানাটি লে অফ থাকার কারনে প্রায় ৩২০০ শ্রমিক কর্মহীন রয়েছেন।