UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চীন থেকে ৫৪ লাখ সিনোফার্মের টিকা দেশে পৌছেছে

usharalodesk
সেপ্টেম্বর ১১, ২০২১ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীন থেকে সিনোফার্মের আরো ৫৪ লাখ টিকা দেশে এসেছে। শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই টিকা।

এই টিকা গ্রহণের জন্য বিমানবন্দরে ছিলেন এমএনসিঅ্যান্ডএইচের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।

এই চালানে আসা ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা স্টোরেজে পাঠিয়ে দেওয়া হয়েছে।সিনোফার্মের মোট এক কোটি ৯৯ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।

সিনোফার্মের তিন কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। তাছাড়াও কোভ্যাক্স সহায়তা থেকেও সিনোফার্মের টিকা পাচ্ছে বাংলাদেশ।

(ঊষার আলো-আরএম)