UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একদিনে তাপমাত্রা কমলো ৫.১ ডিগ্রি : খুলনায় ৩.৭ ডিগ্রি

কে এইচ মনি
জানুয়ারি ৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় কমেছে ৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) দুপুর ৩টার পর খুলনায় সর্বনি¤œ ১২ দশমিক ৮ ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগের দিনে চেয়ে কম তাপমাত্রা। এছাড়া মোংলায় সর্বনি¤œ তাপমাত্রা ১২ দশমিক ৯ ডিগ্রি, সাতক্ষীরায় ১৩ ডিগ্রি, যশোরে ১১ দশমিক ২ ডিগ্রি, কুমারখালী ১০ দশমিক ৫ ডিগ্রি এবং খুলনার কয়রা উপজেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। খুলনা বিভাগের মধ্যে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়ার এমন পরিস্থিতি আরও বিস্তৃর্ন্য হওয়ার সম্ভবনা রয়েছে বলে খুলনা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্থ হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রর্তা ছিল ৯৫ শতাংশ।
খুলনার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবীদ মো: মিজানুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত খুলনা বিভাগের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় ১২ দশমিক ৮ ডিগ্রি, মোংলা ১২ দশমিক ৯ ডিগ্রি, সাতক্ষীরায় ১৩ ডিগ্রি, যশোরে ১১ দশমিক ২ ডিগ্রি, কুমারখালী ( কুষ্টিয়ায়) ১০ দশমিক ৫ ডিগ্রি এবং খুলনার কয়রা উপজেলায় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তার দেয়া তথ্য মতে, বুধবারের ( ৮ জানুয়ারি) চেয়ে বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) চুয়াডাঙ্গায় ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলো ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে খুলনায় ৩ দশমিক ৭ ডিগ্রি, মোংলায় ৩ দশমিক ৩ ডিগ্রি,  সাতক্ষীরায় ২ দশমিক ২ ডিগ্রি, যশোরে ১ দশমিক ৬ ডিগ্রি, কুমারখালীতে ৪ দশমিক ৯ ডিগ্রি এবং কয়রায় ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম রেকর্ড করা হয়েছে।

ওই সহকারি আবহাওয়াবীদ বলেন, খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। পরবর্তীতে এই মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তৃর্ন হওয়ার সম্ভবনা রয়েছে। দেশের মধ্যে গতকাল সর্বোনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাদালগাছীতে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও বলেন, এ শীত মৌসুমে চুয়াডাঙ্গা সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ২০১৩ সালের ৯ জানুয়ারি এ যাবতকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৩ দশমিক ৯ ডিগ্রি।

খুলনা আবহাওয়া অফিস সূত্র মতে, ৮ দশমিক ১ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদ্যু শৈত্যপ্রবাহ, ৬ দশমিক ১ ডিগ্রি থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকলে মাঝারী শৈত্যপ্রবাহ, ৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রি সেলসিয়াস থাকলে অতি তিব্র শৈত্যপ্রবাহ হিসেবে তাপমাত্রা রেকর্ড করা হয়।

ঊ/আ-এইচআর