ঊষার আলো ডেস্ক : খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি, সাবেক খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি’ কাজি আমিনুল হকের সুস্থতা কামনায় রবিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় খুলনা বড় বাজার কালীমাতা মন্দির প্রাঙ্গণে ২১নং ওয়ার্ড আওতাধীন সকল মন্দির কমিটির পক্ষ থেকে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভা পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরের সভাপতি শ্যামল হালদার, খুলনা বড় বাজার ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সোহাগ দেওয়ান, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, পশ্চিম হাসপাতাল পাড়া পূজা কমিটির সভাপতি বিমল কৃষ্ণ কু-ু, আদি কালীবাড়ী পাড়া পূজা মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার সাহা, খুলনা বড় বাজার কালীমাতা মন্দিরের সেবায়েত উজ্জ্বল ব্যানার্জী, খুলনা বড় বাজার পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার সাহা মদন, সুব্রত হালদার তপা, রতন কুমার নাথ, বাবলু বিশ্বাস, তাপস কুমার সাহা, তরুন রায় শিবু, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, উজ্জ্বল রায়, রূপন দে, পলাশ কুমার সাহা, সত্যপ্রিয় সোম বলাই, ভবেশ সাহা, অলোক কুমার দে, রবীন দাস, সুমন পোদ্দার, দিলীপ সাহানী, ফণীভূষণ সাহা, পলাশ রায়, সুমন কু-ু, রাজু সাহা, রাজু দাস, বাসুদেব রায়, বিজন পোদ্দার, মিমো দাস, রাজিব ঘোষ, শিব শীল, কৃষ্ণ রায়, দ্বিপ্র দাস, চয়ন রায়, শুভ সাহা, সাগর কু-ু, মিলন ভদ্র, উদয় মৃধা প্রমুখ।