UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রনেতা রাসেলের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা সভা

ঊষার আলো
এপ্রিল ৮, ২০২১ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে এতিমখানা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বাদ এশা নগরীর ৩০ নং ওয়ার্ডে অবস্থিত চাঁনমারী আহম্মাদীয়া এতিমখানায় এতিম ছাত্রদের নিয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৩০ নং ওয়ার্ড যুবলীগ নেতা রাজু মোল্লা, মহানগর ছাত্রলীগ নেতা দিদারুল আলম, পিয়াল হাসান, অভিজিৎ সরকার রাহুল, তানভীর ইসলাম সাব্বির, ইনজামাম হোসেন, হৃদয় ঘোষ, হৃদয় প্রমুখ। এছাড়া অপর দিকে গতকাল সন্ধ্যায় রুপসা মহাশ্মশান ও শ্মশান মন্দিরে ছাত্রনেতা আসাদুজ্জামান রাসেল এর সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে এ বিশেষ প্রার্থনা সভা অনুষ্টিত হয়। জেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কানাই মন্ডল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব অভিজিৎ সরকার রাহুলের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুব ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেবাশীষ রায়, জেলা যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, রুপসা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন দেবনাগর, মহানগর ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক চিন্ময় মিত্র সাগর, শংকর কুন্ডু, সহ-সম্পাদক অরিন্দম চক্রবর্তী, মহাদেব গাইন, সৌরভ মন্ডল, হৃদয় ঘোষ প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)