ঊষার আলো রিপোর্ট : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পলাশ রায় এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্র রোজদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট বাবু সুজিত অধিকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোজাফফর মোল্লা ও খুলনা জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইদুজ্জামান সম্রাট।
এছাড়াও উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(ঊষার আলো-এমএনএস)