UsharAlo logo
মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রলীগের রাজনীতি করার অধিকার নেই: টুকু

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ২৩, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘যারা ছাত্ররাজনীতিকে কলঙ্কিত করেছে, সেই ছাত্রলীগের ছাত্র রাজনীতি করার অধিকার নেই।’

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ছাত্রলীগ ও সন্ত্রাসের রাজনীতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গীয় সাহিত্য সভা। সভায় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে কখনোই ক্ষমা করা হবে না।’

এসময় টুকু অভিযোগ করেন, ‘ক্ষমতা কুক্ষিগত রাখার জন্য ফ্যাসিস্ট হাসিনা পুলিশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ছাত্রলীগকে নিয়োগ দিয়েছেন।’ তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় উপস্থিত বক্তারা ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং একটি গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।