খুলনার পাইকগাছা উপজেলা যুবদলের অন্যতম নেতা শহিদুর রহমান শহীদকে বিনাকারণে আটক করে গায়েবী মামলায় গ্রেফতার দেখানোর খবরে স্টোক করে তার বয়োবৃদ্ধ পিতা মোঃ ইউনুচ আলী গাজী (৭০)। বুধবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
বৃহ:বার বাদ যোহর কারাবন্দী শহীদ প্যারোলে কিছু সময়ের জন্য মুক্তি পেয়ে জানাজার নামাজ পড়ে এবং তার বাবাকে শেষ বারের মত বিদায় দিয়ে পুলিশের সাথে হাজতে যাওয়ার মুহুর্তে পরিবার পরিজন ও এলাকার জনসাধারণের মাঝে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুমের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা যুবদলের সভাপতি এস এম শামিম কবির ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে নগরীর
সোনাডাঙ্গা এলাকায় আত্মীয়ের বাসা থেকে বিনাকারণে পাইকগাছা উপজেলা যুবদল নেতা শহিদুর রহমান শহীদকে আটক করে পুলিশ। পেন্ডিং গায়েবী মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন জেলহাজতে প্রেরণ করে। এ খবর শুনে স্টোক করেন তার বয়োবৃদ্ধ পিতা ইউনুচ আলী গাজী। প্রচন্ড ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।
সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন আজ রক্ষী বাহিনীর ভূমিকা পালন করছে, সরকার পুলিশ প্রশাসনকে জনগনের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার ব্যর্থ চেষ্টা করছে। দেশের জনগণ এই জালিম সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে অসহযোগ আন্দোলনে রাজপথ বেছে নিয়েছে।
অবিলম্বে সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি দিতে সরকারের বিরুদ্ধে জনবিস্ফোরনে ঘটাতে প্রস্তুত জনসাধারন।