ঊষার আলো ডেস্ক : শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২২ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ পরিচালনায় এবং শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) খুলনা শাখার আয়োজনে আগামী ১ জুলাই ২০২২ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খুলনা স্যার ইকবাল রোডস্থ গোলকমণি শিশুপার্কে মহাধুমধাম সহকারে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার, খুলনা জেলা মোঃ মাহবুব হাসান এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দিরের রথ, টুটপাড়া গাছতলা মন্দিরের রথ ও ইস্কন খুলনা শাখার রথ একত্রে উপস্থিত ভক্তগণ দড়ি ধরে টেনে নিয়ে জোড়া গেটস্থ প্রেম কানন অঙ্গনে অবস্থান করবেন।
১ জুলাই শুক্রবার থেকে ১৫ জুলাই শুক্রবার পর্যন্ত ১৫ দিনব্যাপী প্রেম কানন অঙ্গনে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রার উৎসব অব্যাহতভাবে চলবে। এখানে প্রতিদিন নিত্যপূজা, ভোগরাগ, সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা, ধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠান, নামকীর্ত্তন, প্রসাদ বিতরণ ও ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৫ জুলাই ২০২২ শুক্রবার জোড়াগেটস্থ প্রেম কানন অঙ্গন থেকে বিকেল ৩:৩০ টায় উল্টো রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষে শ্রীশ্রীজগন্নাথদেবের রথ স্ব-স্ব মন্দিরে প্রত্যাগমন করবে।
এ উপলক্ষে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানসহ ধারাবাহিক অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য সকল ভক্তবৃন্দকে খুলনা মহানগর ও জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক শ্যামল হালদার, কৃষ্ণপদ দাস, প্রশান্ত কুমার কু-ু ও রবীন্দ্র নাথ দত্ত আমন্ত্রণ জানিয়েছেন।