UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জগন্নাথদেবের রথযাত্রা ও জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খুলনা মহানগর পূজা পরিষদের প্রস্তুতিমূলক সভা

pial
জুন ১৮, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মহাবতার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব-২০২২ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার আয়োজনে শ্রীশ্রী শীতলামাতার ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে ১৭ জুন শুক্রবার বেলা ১১:৩০টায় সংগঠনের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন খুলনা অ লের সাবেক কর কমিশনার প্রশান্ত কুমার রায়।
এছাড়া জগন্নাথদেবের রথযাত্রার আয়োজক কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন শ্রীশ্রীসত্যনারায়ণ মন্দিরের ট্রাস্টি প্রকৌশলী পরিমল দাস, টুটপাড়া গাছতলা মন্দির কমিটির সহ-সভাপতি পরিতোষ হালদার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন) খুলনা শাখার অধ্যক্ষ গৌড়েশ্বর নিমাই দাস ব্রহ্মচারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পূজা পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ, মহানগর পূজা পরিষদের ঊর্ধ্বতন সহ-সভাপতি অরবিন্দ সাহা, সহ-সভাপতি এ্যাড. অলোকা নন্দা দাস, সমরেশ সাহা, অধ্যাপক তারকচাঁদ ঢালী, শ্রীশ্রী শীতলামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি ও মহানগর পূজা পরিষদের সম্মানিত সদস্য শ্যামাপ্রসাদ কর্মকার, বিশিষ্ট ধর্মানুরাগী সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব গৌতম লস্কর, মহানগর পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার সাহা, স্বপন কুমার সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য বাবলু বিশ্বাস, সাংবাদিক বিমল সাহা, এ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, এ্যাড. বিজন কৃষ্ণ মণ্ডল, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, সুব্রত হালদার তপা, তাপস সাহা, তরুণ রায় শিবু, অলোক দে, অলোক কুণ্ডু, প্রদীপ সাহা মদন, মহাদেব সাহা, তপন সাহা, সাংবাদিক অভিজিৎ পাল, সাংবাদিক প্রবীর বিশ্বাস, গৌতম কুণ্ডু, শংকর কর্মকার, শিবনাথ ভক্ত, অশোক সেন, ভবেশ সাহা, সুরেশ চক্রবর্ত্তী, স্বপন সরকার, এ্যাড. কমলেশ সানা, সুশান্ত ব্যানার্জী, উপাধ্যক্ষ দেবদাস মণ্ডল, সুজিত কুমার মজুমদার, বাসুদেব কর্মকার, শঙ্কর পোদ্দার, অঞ্জন দে, গোপাল ঘোষ, পরিতোষ দত্ত, অনিমেষ নন্দী, কমলেশ সাহা, ভোলানাথ দত্ত, সুশীল দাস, বিদ্যুৎ দাস, স্বপন রায়, কা ন বোস, প্রসিত সাহা, রূপন দে, নিতাই সরদার, অলোকা রানী দাস, এ্যাড. আনন্দ কুমার ঘোষ, এ্যাড. উল্লাস কর বৈরাগী, এ্যাড. মোহন ব্যানার্জী, এ্যাড. পঙ্কজ সাহা, বাবুল দেবনাথ, অধ্যক্ষ নৃপেন্দ্র নাথ বৈরাগী, বিশ্বজিৎ সাহা, ইন্দ্রজিৎ কুণ্ডু গোপাল, রবীন দাস, মহানগর আওতাধীন ৮টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমেÑবিকাশ কুমার সাহা, বিপ্লব সাহা লব, রামচন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, দুলাল সরকার, সুভাষ দত্ত, ডাঃ শেখর চন্দ্র পাল, রঞ্জন রায়, অজয় দে, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সভাপতি রণজিৎ মুখোপাধ্যায়, তীর্থালোক সংঘ খুলনা সভাপতি সুবর্ণ সাহা, খুলনা শ্রীগুরুসংঘের সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, দেবাশিষ রায়, অনিমেশ সরকার রিণ্টু, স্বপন রায়, পাপ্পু সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন শরৎ কুমর মুন্ধড়া, ঈশগৌরাঙ্গ ব্রহ্মচারী, বৈষ্ণব বলরাম দাস, তিতিষ্ণু গৌর ব্রহ্মচারী, নির্মলেন্দু মণ্ডল, সুনীল কুমার কুণ্ডু, পলাশ হালদার, সত্যরঞ্জন পোদ্দার, অভিজিৎ সরকার রাহুল প্রমুখ। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত হয় যে, প্রতিবারের ন্যায় এবারও মহানগর ও জেলা পূজা উদযাপন পরিষদ যৌথভাবে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা ও জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করবে। আগামী ১ জুলাই শুক্রবার বিকেল ৩ টায় খুলনা স্যার ইকবাল রোডস্থ গোলকমণি শিশু পার্ক হতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়ে জোড়া গেটস্থ প্রেম কানন অঙ্গণে সমাপ্ত হবে এবং ১৫ জুলাই ২০২২ পর্যন্ত তথায় রথ অবস্থান করবে। সেখানে প্রতিদিন জগন্নাথদেবের নিত্যপূজা, ভোগরাগ, সন্ধ্যারতি, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় মেলা অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধন অনুষ্ঠানসহ প্রতিদিনকার সকল অনুষ্ঠানে ভক্তদের আমন্ত্রণ জানানো হচ্ছে।

এছাড়াও ১৫ জুলাই ২০২২ শুক্রবার বিকেল ৩:৩০টায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় যে, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ২১ জুন মঙ্গলবার বিকেল ৪:৩০টায় ধর্মসভা গোলকমণি শিশু পার্ক থেকে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। উক্ত আনন্দ শোভাযাত্রায় সকল থানা কমিটি ও মন্দির কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত থেকে শোভাযাত্রা সফল করার আহ্বান জানানো হয়।

(ঊষার আলো-এফএসপি)