UsharAlo logo
মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: জামায়াত আমির

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশে যে কর্মসূচি পালন হয়েছে তা নিয়ে শুকরিয়া আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন জামায়াত আমির।

ওই পোস্টে তিনি বলেন, মজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে বাংলাদেশের আপামর জনগণ, আলেম-ওলামা, রাজনৈতিক-সামাজিক সংগঠনসমূহ, ছাত্র-তরুণ ও যুবকসহ সব পেশার মানুষের পালিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বাস্তবায়নের জন্য জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।

তিনি আরও বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, মহান রাব্বুল আলামীন তা ক্ষমা করুন।

গতকাল গাজীপুরে যে বা যারা কতিপয় ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে তা কোনো অবস্থাতেই সমর্থন করা যায় না বলে মন্তব্য জামায়াত আমিরের। ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, এই কর্মসূচির আয়োজকরা বার-বার সতর্ক করেছেন, কেউ যেন এ ধরনের অপকর্মে না জড়ায়। তারপরেও যারা এই কাজটি করেছেন, তাদের উদ্দেশ্য যাই হোক, কর্ম অবশ্যই মন্দ।

ঊষার আলো-এসএ