ঊষার আলো ডেস্ক : দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, এমপি।
এক শোকবার্তায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের নীতি ও আদর্শ অনুসরণীয় দৃষ্টান্ত। তাঁর অবদানে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
(ঊষার আলো-এমএনএস)