UsharAlo logo
শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মনিবন্ধন কার্যক্রমে দেশসেরা কৃতিত্ব অর্জন করায় ইউএনও’কে বিভিন্ন সংগঠনের অভিনন্দন

ঊষার আলো
এপ্রিল ৮, ২০২১ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : জন্মনিবন্ধনে দেশ সেরা কৃতিত্ব অর্জন করায় পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে পাইকগাছা প্রেসক্লাব, শিবসা সাহিত্য অঙ্গন, মফস্বল সাংবাদিক ফোরাম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ালটন প্লাজা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, হাবিবুল্লাহ বাহার, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, শিবসা সাহিত্য অঙ্গনের যুগ্ম সম্পাদক মমতাজ পারভীন মিনু, দপ্তর সম্পাদক মোনালিসা, ওয়ালটন প্লাজার ম্যানেজার আসাদুল আলম ও আশরাফুল ইসলাম টুটুল। উল্লেখ্য মার্চ মাসের জন্মনিবন্ধন কার্যক্রমে সারাদেশের মধ্যে পাইকগাছা দেশ সেরা কৃতিত্ব অর্জন করে।

(ঊষার আলো-এমএনএস)