UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় কেসিসির ৪৯৮ কোটি টাকার প্রকল্প

koushikkln
নভেম্বর ৩০, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগরীতে বাস্তবায়নের লক্ষ্যে ৪’শ ৯৭ কোটি ৭১ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে ‘‘কাইমেট চেঞ্জ এডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট ফেজ-২ (সিসিএইউডি)-খুলনা’’ শীর্ষক একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের ভার্চুয়াল সভায় প্রকল্পটির অনুমোদন দেয়া হয়।

প্রকল্পের কাজ আগামী ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ২০২৭ সালের ডিসেম্বরে সমাপ্ত হবে। বাংলাদেশ সরকার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) ও কেসিসি’র নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণসহ জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ জনসংখ্যার ক্ষতি হ্রাস করা এবং অভিযোজন ক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে।

উল্লেখ্য, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগরীতে জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্থ মানুষের জীবনমান উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি পেশ করেন। স্থানীয় সরকার বিভাগ ও পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ প্রকল্পটির যৌক্তিকতা বিবেচনায় এনে তা অনুমোদনে আন্তরিকভাবে সহযোগিতা করেন।

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সত্যজিত কর্মককার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় কেসিসি’র সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রমুখ অংশগ্রহণ করেন।