UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন

koushikkln
আগস্ট ১, ২০২২ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা বিরোধী হায়নারা ১৯৭৫ সালের আগস্ট মাসে হত্যা করে। এ হত্যার মধ্যদিয়ে ঘাতকেরা ইতিহাসের পাতায় এক কলঙ্কিত অধ্যায়ের সুচনা করে। যে কলঙ্ক বাঙ্গালী জাতি আজও বয়ে চলেছে। যে মানুষটি আমাদের মানচিত্র দিলো, আমাদের স্বাধীনতা দিলো, স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দিলো- তাকেই কি না দেশ স্বাধীন হওয়ার পর স্বাধানতা বিরোধী ঘাতক এবং দেশীয় ও আন্তর্জাতিক কুচক্রীমহলদের হাতে স্ব-পরিবারে প্রাণ দিতে হলো।

শোকের মাস আগষ্টের শুরুতেই সোমবার (০১ আগস্ট) খুলনা জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সেই মহান ব্যাক্তির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাবহ আগস্টের কর্মসূচির সূচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক  শেখ হারুনুর রশীদ,  সাধারণ সম্পাদক  এ্যাড. সুজিত অধিকারী, সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সদস্য অসিত বরণ বিশ্বাস, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান প্রমুখ।