UsharAlo logo
সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জাতি পেল নির্বাচন কমিশন

ঊষার আলো
নভেম্বর ২৩, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর আগে ৫ সেপ্টেম্বর পূর্ববর্তী নির্বাচন কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। নতুন নির্বাচন কমিশনের প্রধান হয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দীন। কমিশনের অন্য সদস্যরা হলেন-সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাদের নিয়োগ দিয়েছেন। বুধবার এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা বাহুল্য, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে গঠিত হলো নতুন নির্বাচন কমিশন।

স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন, সাধারণ মানুষ কবে ভোট দিতে পারবে এবং সবাই তাদের নিজের ভোট দিতে পারবে কিনা। প্রথম প্রশ্নের উত্তর রয়েছে সরকারের কাছে। আর দ্বিতীয় প্রশ্নটির মীমাংসা করার দায়িত্ব নবগঠিত নির্বাচন কমিশনের। প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন যিনি, তিনি অবশ্য বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার জন্য যা যা করা দরকার, তারা তা করবেন। তিনি অবশ্য সব মহলের সহযোগিতাও চেয়েছেন। তার দ্বিতীয় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের একার পক্ষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা কঠিন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব মহল, বিশেষত সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন। দ্বিতীয় কথা, একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথে যেসব আইগত বাধা রয়েছে, সেগুলোও দূর করতে হবে এবং এ লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি এ ক্ষেত্রে নতুন আইন ও নিয়ম চালু করবে বলে আমাদের বিশ্বাস। প্রকৃত প্রস্তাবে ব্যক্তি নয়, প্রতিষ্ঠানই মূল কথা। প্রতিষ্ঠান যদি ভালোভাবে কার্যকর না হয়, তাহলে ব্যক্তি যত যোগ্যই হোন না কেন, জনগণের স্বার্থসিদ্ধ হয় না। সংস্কারের মাধ্যমে নতুন আইনের বলে এই নির্বাচন কমিশন জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেবে, এটাই প্রত্যাশা। আমরা নবগঠিত নির্বাচন কমিশনের প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানাই।

ঊষার আলো-এসএ