UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য নির্বাচিত হলেন খুলনার সাবেক কর কমিশনার

koushikkln
জুলাই ১২, ২০২৩ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: খুলনা কর অঞ্চলের সাবেক কর কমিশনার মোঃ ইকবাল হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (১২ জুলাই)সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক পত্রে তাকে চলতি দায়িত্ব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মনোনিত করা হয়। তিনি এর আগে ঢাকা কর অঞ্চল-১ এর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি সফলতা ও দক্ষতার সাথে খুলনা কর অঞ্চলের কমিশনার হিসেবে সুনামের সহিত দায়ীত্ব পালন করেছেন। সেসময় খুলনা কর অঞ্চলে দেশের সবচেয়ে বেশি করদাতা (টিআইএনধারী) হিসেবে পরিচিতি লাভ করেছিল। উল্লেখ্য, একইপত্রে কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদকেও সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।