UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় পার্টিনেতা এ্যাডঃ মঞ্জুরুল আলম স্মরণে আলোচনা সভা

ঊষার আলো
মে ২, ২০২১ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর আহবায়ক এ্যাডঃ মঞ্জুরুল আলম স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
খুলনা মহানগর ও জেলা জাপার যৌথ আয়োজনে রোববার (২ মে) বাদ জোহর ডাকবাংলাস্থ মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর জাপার যুগ্ম আহবায়ক শাহ মোঃ লায়েক উল্লাহ। এ সময় খুলনার সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র আইনজীবি ও খুলনা ‘ল’ কলেজের শিক্ষক প্রয়াত জাপানেতা মঞ্জুরুল আলমের স্মৃতিচারণমূলক সংক্ষিপ্ত আলোচনা করেন খুলনা মহানগর ও জেলা জাপানেতা অধ্যাপক গাইসুল আযম, এম এ আল মামুন, এস এম এরশাদুজ্জামান ডলার, মোল্যা শওকত হোসেন বাবুল, আশরাফুল ইসলাম সেলিম, এ্যাডঃ মাসুদুর রহমান, মাসুম হায়দার, শাহজান আলী সাজু, জি এম বাবুল, রহমত উল্লাহ খান, শফিকুল ইসলাম বাচ্চু, প্রিন্স হোসেন কালু, মোল্যা সাইফুল ইসলাম, মাজহার জোয়াদ্দার পান, এজাজ আহম্মেদ, অপূর্ব দত্ত নেকু, মোঃ রাসেল হোসেন, মোঃ শাহাবুদ্দিন, কাজী আব্দুল্লাহ, গাজী খোকন, গাজী মোশারেফ হোসেন, মিন্টু হাওলাদার, অমিত হাসান অয়ন, জি এম জাকির হোসেন, অপু রায়হান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মহানগর জাপার যুগ্ম আহবায়ক অধ্যাপক গাউসুল আযম।
এ দিকে মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন ও নেতাকর্মিরা কালোব্যাজ ধারন করেন।

(ঊষার আলো-এমএনএস)