পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার (১৯ জুলাই) সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির সভাপতি ও ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান। উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, নৌ-ফাঁড়ি পুলিশের এসআই আব্দুর রাজ্জাক বিশ^াস, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।
সভায় নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয় নিয়ে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সপ্তাহ ব্যাপি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহিত হয়।