UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় মৎস্য সপ্তাহ পুরস্কার পেল প্রিয়াম সি ফুড

koushikkln
জুলাই ২৪, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট:  জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পুরস্কার দেওয়া হয়েছে প্রিয়াম সি ফুডস লিমিটেডকে। কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের এই পুরস্কার গ্রহন করেছেন।

আজ রোববার (২৪ জুলাই) ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে কৃষি মন্ত্রী ড. আব্দু রাজ্জাকের কাছ থেকে প্রিয়ম সি ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক রোটারি ক্লাব অব রুপসা সভাপতি আব্দুল কাদেরের হাতে এই পুরষ্কার তুলে দেন। দীর্ঘ কয়েক বছর ধরে গুণগত মানের চিংড়ি রপ্তানি করে বিদেশীদের কাছে আস্থা অর্জন করে দেশে চিংড়ি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এই পুরস্কার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।