UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জাপানের ‘নেকো-শিমা’ বা বিড়ালের দ্বীপ

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জাপানের সব থেকে অবাক করা বিষয় হল তাদের সমাজের অংশ হিসেবে তৈরি করা বিখ্যাত ‘নেকো-শিমা’ গুলো। নেকো-শিমা শব্দের অর্থ করলে দাঁড়ায় বিড়ালের দ্বীপ। দ্বীপে সর্বত্র ছড়িয়ে রয়েছে বিড়াল আর বিড়ালের পরিবার।

জাপানের সব থেকে বেশি বিখ্যাত বিড়ালের দ্বীপ হলো আওশিমা। এছাড়া জাপানের উপকূলজুড়ে বেশ কয়েকটি বিড়ালের দ্বীপ দেখতে পাওয়া যায়। এমনকি বেশ কিছু নোনা পানির হ্রদের ভেতরে গড়ে ওঠা দ্বীপও নেকো-শিমা হিসেবে জায়গা পেয়েছে।

কিন্তু ধীরে ধীরে বিড়ালের দ্বীপগুলো পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হওয়ায় জাপানে নতুন আরো অনেক দ্বীপ বিড়ালের জন্যে গড়ে উঠছে।

জানা যায়, এই মুহূর্তে ১১টি বিড়ালের দ্বীপ আছে জাপানে। তা হলো- আওশিমা, ওকিশিমা, আইজিমা, তাশিরো-জিমা, জেনকাইশিমা, মুজুকিজিমা, মানাবেশিমা, সানাগিশিমা, আইওয়াইশিমা, আইশিমা এবং কাদারাশিমা। তবে এইসকল দ্বীপে মানুষের বিপরীতে বিড়ালের অনুপাত কত সেটি একেক নেকো-শিমায় একেক রকম পাওয়া গিয়েছে।

(ঊষার আলো-এফএসপি)