ঊষার আলো রিপোর্ট : দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জি এম কাদেরের আবেদনের শুনানির পর মঙ্গলবার (২৯ নভেম্বর) বিচারপতি শেখ আবদুল আউয়াল রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন, সহকারী অ্যাটর্নি জেনারেল কোহিনুর আক্তার ও সাবিনা পারভীন।
আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করায় চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই। ’
গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তাঁর আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দলীয় কার্যক্রমের উপর জারিকৃত নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ২৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাপা খুলনা মহানগর শাখার উদ্যোগে এক আনন্দ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন খুলনা মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব এম আব্দল্লাহ আল মামুন, মহানগর যুগ্ম আহ্বায়ক এ্যাড. অচিন্ত্য কুমার দাস, জেলা দপ্তর সম্পাদক রহমত আলী খান, আশরাফুল ইসলাম সেলিম, জাপা নেতা আকরামুজ্জামান খান, আঃ রাজ্জাক হাওলাদার, শেখ দেলোয়ার হোসেন, মাসুম হায়দার, কাজী হাসানুর রশীদ রাসেল, নজরুল ইসলাম আজাদ, মোঃ কালাচান, এস এম আনিসুর রহমান, গফফার মোড়ল, এম এ কালাম, শফিকুল ইসলাম বাচ্চু, মিজানুর রহমান শহিদ, আব্দুর রাজ্জাক খান, রুহুল আমিন, আবুল বাশার রিপন, জাকির হোসেন, আঃ বাশার, শহীদুল কাদির উৎসব, আখতার আলী, শহিদ হাওলাদার, আব্দুল হাকিম, বাবুল হাসান রাজু, সাগর শিকদার, হারুন, নূর, আলী, মাহবুব, দিপু, হোসেন, মিরাজ, রুবেল, মিণ্টু হাওলাদার, জাহিদ হোসেন, অহিদুল ইসলাম, মুন্না, মনু, কামরুল ইসলাম হিরন, নুরুল ইসলাম আকন, আল আমিন হাওলাদার, কৃষক পার্টির সভাপতি মোঃ শাহবুদ্দিন, নগর জাতীয় যুব সংহতির সভাপতি তোবারক হোসেন তপু, সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, সহ-সভাপতি মাজাহার জোয়ার্দ্দার পান, এজাজ আহমেদ, অপূর্ব দত্ত নেকু, রেজা মহসীন, গাজী খোকন, মোঃ বেল্লাল হোসেন, শাকিল আহমেদ, মিলন খান, মুনসুর আহমেদ, জাবিদ এলাহী, রাজু আহমেদ, ওলামা পার্টির নেতা মোস্তফা কামাল রিপন, গাজী মোশারেফ, লাল প্রমুখ।