UsharAlo logo
সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াত প্রতিহিংসা পরায়ণ নয়, সহনশীল রাজনীতিতে বিশ্বাসী : গোলাম পরওয়ার

ঊষার আলো প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত প্রতিশোধ পরায়ণ নয়। বরং সহনশীল রাজনীতিতে বিশ্বাসী। এ উপজেলায় বিগত ১৫ বছরে জামায়াতসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন হামলা মামলা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জুলুম ও নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। ফ্যাসিস্টের বিদায় হওয়ার পর প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের মত হামলা জুলুম নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়নি।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোন দিনক্ষণ বেঁধে দেয়নি। তবে পরিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত বিভাগগুলোকে পূর্ণ সংস্কার করে তারপর জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে অতীতের তিনটি নির্বাচনের মত জনগণ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না। ফলে ছাত্র জনতার জীবন এবং ৩০ হাজার জনগণের রক্ত, জখম ও পঙ্গুত্ববরণ বৃথা যাবে।
রোববার (১৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা জামাত আয়োজিত পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। উপজেলা জামাতের আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও তাসনিম জাহান, সহকারি কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জেসমিন আরা, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান, খান জাহান আলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবীর হোসেন প্রকৌশলী ইয়াসিন আরাফাত, নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান খান, সমাজসেবা অফিস শাহিন আলম, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহনাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এটিএম গাউসুল আজম হাদি, শেখ সিরাজুল ইসলাম, সৈয়দ হাসান মাহমুদ টিটো, উপজেলা জামায়তের নায়েবে আমির মাওলানা ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান, নজরুল ইসলাম জমাদ্দার, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, তাপস কুমার বিশ্বাস, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, শেখ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঊআ-বিএস