UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জাহিদুল হত্যাকারীদের শাস্তির দাবিতে সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন

ঊষার আলো ডেস্ক
এপ্রিল ২১, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তদমূলক শাস্তির দাবিতে সরকারি এম এম সিটি কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২১ এপ্রিল সোমবার বেলা সারে ১২ টায় কলেজের প্রধান ফটকের সামনে সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজু আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইসতি। কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফ মোল্লা তূর্য-এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক জুনায়েদ হোসেন মুন্না, মাসুম বিল্লাহ, রাকিব হাসান, কলেজ ছাত্রদলের সদস্য সাকিব রেজা, রিশাব খান, অথৈ মুস্তাকি, মাওয়া রহমান, তন্বী ইসলাম, তানভীর, জিহাদ, রায়হান, দ্বীপ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অতিদ্রুত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তদমূলক শাস্তির দাবি জানান।

ঊআ-বিএস