UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জুট মিলের শ্রমিককে গণ-ধর্ষণ ও নৃশংস হত্যার তীব্র নিন্দা ও শাস্তির দাবি

koushikkln
জানুয়ারি ৩০, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, খুলনা জেলার সভাপতি কোহিনুর আক্তার কণা ও সাধারণ সম্পাদক বাসিরা সরদার পলি এক যুক্ত বিবৃতিতে গত ২৫ জানুয়ারি রাতে ফুলতলায় বসবাসরত জুট মিলের নারী শ্রমিক মুসলিমাকে ফোনে ডেকে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

হত্যায় জড়িত ধর্ষণকারীদের স্বীকারোক্তি থেকে জানা যায় প্রথমে গণধর্ষণ করে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে পুনরায় ধর্ষণ করে তরুণীকে বটি দিয়ে গলা কেটে ও বিবস্ত্র করে পার্শ্ববর্তী ধানক্ষেতে ফেলে রাখা হয়। সমাজের মানুষের মানবিক মূল্যবোধ ও নারীর প্রতি শ্রদ্ধা সম্মানের লেশমাত্র উপস্থিতি নেই। আজকাল নারীর প্রতি সহিংসতা যেন যেকোনো নৃশংসতার থেকে কয়েকগুণ মাত্রা ছাড়িয়েছে। বর্তমান সমাজ ও সভ্যতা টিকিয়ে রাখতে নারীর অবদানকে অস্বীকার করার কারণেই আজ নারীকে এতটা বর্বরতার শিকার হতে হচ্ছে। ঘরে-বাইরে নারীর উপর নির্যাতন ও পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ, প্রতিরোধ এবং বিচারহীনতাই অন্যতম এর প্রধান কারণ। কি শিশু, কি বৃদ্ধ সমাজে কোনো নারীই আজ নিরাপদ নয় এই নরপশুদের হাত থেকে। নেতৃবৃন্দ অবিলম্বে এই নৃশংস ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের জামিন না-মঞ্জুর ও কঠোর শাস্তির দাবি জানান।