UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই: খুলনা বিএনপি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৩০, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, সরকার নির্বাচন নামের প্রহসনের আয়োজন করে তাদের কদর্য চেহারা জাতির সামনে নতুন করে উম্মোচিত করেছে। এমতাবস্থায় ফ্যাসীবাদী জুলুমবাজ সরকারের পতনের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ নিজেদেরকে স্বাধীনতা স্বপক্ষের শক্তি দাবি করলেও স্বাধীনতা পাঁচ দশক পরেও তারা গণবিরোধিতার অশুভ বৃত্ত থেকে বেড়িয়ে আসতে পারেনি। তারা যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শন করেছে।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর নতুনবাজার এলাকায় প্রহসনের নির্বাচন বর্জন ও ভোটারদের ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বানে কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন কালে তারা এসব কথা বলেন। নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতেই দেশকে বন্ধুহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে। তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের ষড়যন্ত্র মোকাবেলায় তামাশা ও ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ভোট দানে বিরত থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মোঃ মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খুলনা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক  আব্দুল আজিজ সুমন, বিএনপি নেতা এইচএম আসলাম, মঞ্জুরুল আলম, আমিন আহমেদ, মো: মুরাদ, আব্দুল আল মামুন, মো: জাহিদ  হোসেন, যুবদল ও ছাত্রদল নেতা সাইদুল ইসলাম, সৈয়দ ইমরান, খান সাইফুল ইসলাম, সাজ্জাদ হোসেন জিতু, সৈয়দ তানভীর আহমেদ, শেখ শামসাদ হোসেন আবিদ, সাইফুর রহমান হাইসাম, ইয়ামিন আনাম অনিক, সৈকত হোসেন উজ্জ্বল প্রমুখ।