UsharAlo logo
শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা কৃষক দলের আংশিক কমিটি ঘোষণা

koushikkln
অক্টোবর ১, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

সভাপতি কবির হোসেন : সম্পাদক আবু সাঈদ
ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের খুলনা জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোল্লা কবির হোসেনকে সভাপতি ও মোঃ আবু সাঈদ শেখকে সাধারণ সম্পাদক করা হয়।
শনিবার (০১ অক্টোবর) কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুল যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি শেখ ফেরদাউস হুসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ।
নবগঠিত খুলনা জেলা কৃষকদলের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী ও যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিষ্ট আওয়ামী সরকার পতন আন্দোলনে এ কমিটি রাজপথে কার্যকর ভুমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।