UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচন : লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

koushikkln
অক্টোবর ১৫, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : খুলনা জেলা পরিষদ নির্বাচন, ২০২২ উপলক্ষ্যে The Arms Act,1878 (Act X1 of 1878)- এর ১৭(ক) ধারার ক্ষমতাবলে নির্বাচনের জন্য নির্ধারিত ভোট কেন্দ্রের আশেপাশের এলাকায় ভোট গ্রহণের পূর্বের তিন দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের তিন দিন অর্থাৎ মোট সাত দিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।