UsharAlo logo
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পরিষদ নির্বাচন : শেখ হারুনুর রশীদের পক্ষে ফরম সংগ্রহ 

koushikkln
সেপ্টেম্বর ১২, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  আওয়ামী লীগ মনোনীত খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ এর পক্ষে খুলনা জেলা প্রশাসক (রিটার্নিং অফিসার) এর নিকট হতে প্রার্থীতার ফরম সংগ্রহ করেন খুলনা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, খুলনা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, খুলনা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের আহমেদ খান জবা, খুলনা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ্ আলম, খুলনা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শামীম আহসান, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন মুকুল, পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য চৈতি হালদার, খুলনা জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, এবিএম কামরুজ্জামান, এফ এম মফিজুর রহমান, বিধান চন্দ্র রায়, তাপস জোয়ার্দার, খুলনা জেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চিশতি নাজমুল বাসার, মাহামুদুল হাসান গালিব, রাকিবুজ্জামান ইমন, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।